বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বগুড়া (নন্দীগ্রাম) সংবাদদাতা, হেলাল উদ্দিন, ২৬ মার্চ, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সোমবার সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা শুরু হয়।  এর পর উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জাতীয় পার্টি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, কমিউনিটি পুলিশিং, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে।

এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক উৎসব মুখর পরিবেশে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, শারিরিক কসরত সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।  এরপর সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাশুকাতে রাব্বী, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহা. মুশিদুল হক, নন্দীগ্রাম উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. জান্নাতুন ফেরদৌস লিপি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

আরোও বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মো.শফিউল আলম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, ইউপি চেয়ারম্যান মো.মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বকুল হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *