নরসিংদীতে স্কুলে শরীরচর্চায় অংশগ্রহণ বিলম্বে, শিক্ষক কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্রীকে শারীরিক নির্যাতন: জেলায় নিন্দার ঝড়
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, 0৪ মার্চ, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদী জেলা সদর উপজেলার শহরতলীর আলোক বালী আ: মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শরীরচর্চায় অংশগ্রহণ বিলম্ব হওয়ায় সহকারী শিক্ষক কতৃক ৮ম শ্রেণির এক ছাত্রীকে বেত্রাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। সহকারী ধর্মীয় শিক্ষক আ: মান্নান বিরুদ্ধে। স্কুল ছাত্রী নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নরসিংদীতে নিন্দার ঝড় উঠেছে। ছাত্রীর বাবা অভিযোগ করেন গত ৩ মার্চ ১০ টার দিকে স্কুলে শরীরচর্চায় অংশগ্রহণ বিলম্বে, বেত্রাঘাতে তার মেয়ে সাথী অসুস্থ হয়ে পরে। ক্লাস টিচার ক্ষেপে গিয়ে প্রথমে ডাস্টার দিয়ে মারেন।এর পর সহকারী শিক্ষক আ: মান্নান সাথীকে গলায় ধরে উপর্যোপুরি গালে এবং দুই কানে তাপ্পর মারতে থাকেন। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।
সেই অবস্থায় থেকে তুলে লাথি উস্টা মারতে থাকেন। বিষয়টি ক্লাসের সকল ছাত্রী প্রত্যক্ষ করেছে। স্কুল ছাত্রীর সাথে সাথে অসুস্থ হয়ে পড়েন সাদিয়া আক্তার, তামান্না, মরিয়ম,ফাহিমা ও তৃষা। গলা ও মুখ ফুলে যায়। স্থানীয় ডাক্তারের কাছে গেলে তিনি নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে স্কুল ছাত্রী সাথী নরসিংদী সদর হাসপতালের চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ছাত্রীর পিতা সফিকুল ইসলাম জানান, শিক্ষক আ: মান্নান কেবল সাথীকে নয়, সাদিয়া আক্তার, তামান্না আক্তার, মরিয়ম আক্তার, ফাহিমা আক্তার ও তৃষাকে এভাবে নির্যাতন করেছে। প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি সত্য, সহকারী শিক্ষক ভুল করেছে। ছাত্রীর বাবা শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তীর দাবি জানিয়েছে।