নরসিংদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ১৫ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিদীতে জেলা প্রশাসনের  আয়োজনে  সরকারি বেসরকারি উদ্দোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এদিবসে জেলা প্রশাসেনের নির্দেশক্রোমে কোভিড ১৯ পরিস্থিতিতে স্থাথ্য বিধি রক্ষায় এ বছরই প্রথম জেলার সর্বোত্র নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রদীপজ্বল অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে। এ অনুষ্ঠানে সরকারি বেসরকারি দপ্তর, সকক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাই, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তি্যোদ্ধা মোতালেব হোসেন পাঠান, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, জেলা পুলিশ। অপর দিকে নরসিংদী জেলারসহ ৬ টি উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর সোমবার দেশব্যাপী অংশ হিসাবে স্যন্ধায় ৬ টায় নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের সড়কে মোমবাতি জ্বালিয়ে শহিদ বুদ্ধিজীবীদের স্বরনে সকল শ্রেণিপেসার মানুষ অংশ গ্রহণ করে। নরসিংদী মনোহরদি, রায়পুরা, বেলাব, শিবপুর, পলাশ, সদর সহ জেলার বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস সফলভাবে হয়েছে। ১৪ ডিসেম্বর ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *