দেবীদ্বার সি.জি.আই আদর্শ যুব সমাজ কল্যান পরিষদ কতৃর্ক আযোজিত ঈদ পন্য বিতরন
কুমিল্লা (দেবিদ্বার) প্রতি নিধি, জি এম মাকছুদুর রহমান, ১৩ জুন, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে সেবাই মানুষের পরম ধর্ম। দেশ ও জাতির কল্যানে দেবীদ্বার ছোট আলমপুর দক্ষিন পাড়া সি.জি. আই আদর্শ যুব সমাজ কল্যান পরিষদ কতৃর্ক আয়োজিত ঈদ পন্য সামগ্রী বিরতন করেন। বিডি ক্রাইম নিউজ ২৪ এর প্রতিবেদক ডা.জি এম মাকছুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডা.জি এম মাকছুদুর রহমান বলেন, মানুষ একে অপরের পরিপূরক, ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, আর এই খুশির দিনটা ধনী-গরিব, উচুঁ-নিচু সবার মাঝে সমান্তরাল ভাবে বিলীন করাই প্রকৃত ঈদ। যুব সমাজ কতৃর্ক আয়োজিত ওই কল্যান কর ব্যাবস্থার মতো যদি প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় আয়োজক সৃস্টি হতো তাহলে যুব সমাজ আজ মাদকাশক্তিতে আসক্ত হত না। আপনারা সমাজে মাদককে না বলুন, মাদকাশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। পরে ঈদ পন্য সেমাই চিনি মশলা দ্রব্য বিতরন করে সবাইকে ভালোবাসার বন্ধন গড়ে তুলার আহ্বান করেন।
আয়োজকদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন মোঃ ফরিদুল আলম মাষ্টারর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সংস্থা( বামাস)জেলা ভাইস চেয়ারম্যান জি এম মনিরুল ইসলাম, কুমিল্লা জেলা বামাস’র সাধারন সম্পাদক সাংবাদিক মো: ইব্রাহীম খলিল, কুমিল্লা জেলা বামাস’র সহ-প্রচার সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, দেবীদ্বার উপজেলা বামাস’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এ আর আহমেদ হোসাইন সহ ওই এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।