ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে যাত্রীছাউনী তৈরি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১৬ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুর রাস্তার মাথায় পূর্ব পাশে নারী, শিশু ও পুরুষ যাত্রীদের সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে যাত্রীছাউনী তৈরি করেছেন রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের সর্দার বাড়ির মরহুম হাজী সেকান্দর আলীর পুত্র মোঃ খলিলুর রহমান। তিনি ফেনীর দাগনভুঁইয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
মানুষের সুবিধার্থে যাত্রীছাউনী তৈরি করায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সচেতন মহল। বুধবার সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর রাস্তার মাথায় পূর্বপাশে কোন স্থাপনা বা বাড়িঘর না থাকায় দীর্ঘদিন ধরে রোদ-বৃষ্টিতে নারী, শিশু ও পুরুষ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো। গাড়িতে উঠতে এবং গাড়ি থেকে নেমে সড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে থাকতে হতো। বিশেষ করে বৃষ্টির সময় ভিজে একাকার হওয়া ছাড়া যাত্রীদের আর কোন উপায় ছিল না। যাত্রীছাউনী তৈরি করা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমান নিজেও গত এক মাসে তিনবার বৃষ্টিতে ভিজতে হয়েছে। পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের সুবিধার্থে তিনি ব্যক্তিগত উদ্যোগে টিনের তৈরি যাত্রীছাউনী করে দেন।