ডিমলায় ৫’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
নীলফামারী প্রতিনিধি, মো. শাইখুল ইসলাম সাগর, ৩১ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নীলফামারী ডিমলায় চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির মোকাবেলায় ডালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটির উদ্দ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ৫’শ পরিবারের মাঝে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের মাঝে ৭.৫ কেজি চাল, ডাল ১ কেজি, তেল ১ কেজি, লবন ১ কেজি, চিনি ১ কেজি, সুব্জি-৫০০ গ্রাম পণ্য সামগ্রী বিতরণ করেন।
এতে আনুষ্ঠানিক কার্যক্রমে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, নীলফামারী জেলার ছাত্রলীগ সাধারন সম্পাদক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কার্য নির্বাহী সদস্য মাসুদ সরকার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য শফিকুল ইসলাম ডাবলু ও ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ী ইউ, পি চেয়ারম্যান ময়নুল হক, খালিশা চাপানী ইউ, পি চেয়ারম্যান আতাউর রহমান সহ আরো অনেকে।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের ভিত্তিতে কোভিড-১৯ সহ দেশের বন্যা কবলিত এলাকায় অসহায়, দুঃস্থ্য পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। এছাড়াও ভাইরাস প্রতিরোধে সর্বক্ষেত্রে জনসাধারণকে সাবান দিয়ে হাত পরিষ্কার ও মাস্ক ব্যবহার করা বাধ্যতামুলক করেছেন। যাতে ভাইরাস প্রতিরোধে আমরা মোকাবেলা করতে পারি।