ঝিনাইদহে ব্যবসায়ী মিজানুর হত্যা মামলার প্রধান আসামী আমিরুল ইসলাম গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি, মোঃ জাহিদুর রহমান তারিক, ১৭ আগস্ট, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): ঝিনাইদহ শহরের শিশু হাসপাতালের সামনের একটি ফার্মেসীতে ব্যবসায়ী মিজানুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামী আমিরুল ইসলাম (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা গড়িয়ালা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিরুল ইসলাম সদর উপজেলা ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হত্যা মামলার প্রধান আসামী আমিরুল ইসলাম ওই গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে শহরের টার্মিনাল এলাকার একটি ফার্মেসিতে ভূষিমাল ব্যবসায়ী মিজানুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা রহিমা খাতুন বাদি হয়ে ফার্মেসী মালিক আমিরুল ইসলাম ও সাঈদ হাসানের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।