ঝিনাইদহে পুলিশ সুপার কর্তৃক দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মত বিনিময় সভা
ঝিনাইদহ সংবাদদাতা, মোঃ জাহিদুর রহমান তারিক, ২০ সেপ্টেম্বর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঝিনাইদহে দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ প্রশাসন ও পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সাকের্ল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এস এম সাহাবউদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী, সকল থানার অফিসার ইনর্চার্জ, বিশেষ শাখা ও গোয়েন্দা শাখার পরিদর্শকসহ জেলা ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আসন্ন দূর্গা পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরেই সার্বক্ষনিক পুলিশ টহল থাকবে। পাশাপাশি যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলেই পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি।