নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে পুলিশ, ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

বগুড়া জেলা প্রতিবেদক, এম নজরুল ইসলাম, ২০ সেপ্টেম্বর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪) :  বগুড়ার নন্দীগ্রামে মাদকের ভয়াবহ আগ্রাসন দমাতে রাতদিন অভিযানে মাঠে নেমেছে থানা পুলিশ। জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম এর কঠোর নির্দেশে থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে রয়েছেন এসআই ইনামুল কবির, এসআই আনিছুর রহমান, এসআই খোকন চন্দ্র, এসআই আকবর আলী, এসআই আব্দুস সুকুর। চলমান অভিযানে মাদক উদ্ধার ও রাঘব-বোয়াল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সফলতা এনেছে থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে নন্দীগ্রাম পৌর শহরের স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকা ও পৌরসভা কার্যালয় পাশ্ববর্তী এলাকায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- নন্দীগ্রাম দক্ষিনপাড়ার ইদ্রিস আলীর ছেলে রাশেদুল ইসলাম লিটন ও পশ্চিম পাড়ার মৃত আমজাদ আকন্দের ছেলে রইচ উদ্দিন। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে উপজেলা যুবলীগ নেতা রইচ উদ্দিনকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদ আশরাফ মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *