ঝিনাইদহের সিও সংস্থা কর্তৃক ব্রি ধান৭২ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত
ঝিনাইদহ রিপোর্টার, জাহিদুর রহমান তারিক, ১২ নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঝিনাইদহের সিও সংস্থা কর্তৃক ব্রি ধান৭২ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৭ই নভেম্বর মঙ্গলবার মাগুরা জেলার সদর উপজেলায় আংগারদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন (সিও) কর্তৃক বাস্তবায়নাধীন হারভেস্ট প্লাস প্রকল্পের সহযোগিতায় ব্রি ধান৭২ এর উপর মাঠ দিবস পালিত হয়। নরেন্দ্র নাথ শিকদার সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে আলোচনা রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পার্থ প্রতিম সাহা । বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোকৌশলি জয়দেব সাহা, উপ সহকারী কৃষি কর্মকর্তা আ. আলিম, সাংবাদিক রাশেদ খান।
মাঠ দিবসের অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প সমন্বকারী মনিরুজ্জামান। মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা বলেন জিংক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভুমিকা পালন করে। জিংকের অভাবে জ্বর ও ব্যাকটেরিয়া জনিত সংক্রমন প্রবণতা বৃদ্ধি পেতে পারে ও শিশিুদের ক্ষুধা মন্দা দেখা দেয়। জিংকের অভাবে গর্ভবতি মায়ের শারীরিক দূর্বলতা দেখা দেয় ও গর্ভের বাচ্চার স্নায়ুতন্ত্র এবং মেধার ক্ষতি গ্রস্থ হয়। ডায়রিয়া, নিউমনিয়া, ম্যালেরিয়া আক্রান্ত শিশুদের জিংক সেবনে এ রোগের তীব্রতা হ্রাস পায়। তাই জিংক সমৃদ্ধ ব্রি ধান৭২ চাষ করা আমাদের একান্ত প্রয়োজন। এছাড়াও জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২ ও ব্রি ধান-৭২ ব্রি ধান-৭৪ এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।