জামায়াত ওপার্টি চৌদ্দগ্রামের মানুষের দাবী কোনদিন পূরণ করে নাই -মুজিবুল হক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৭ আগস্ট, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেন, মানুষ ভোট দেয় কাজ করার জন্য। বড়লোকের ছেলেরা এমপি হয়ে গরিব মানুষকে ভুলে যায়। জামায়াতের তাহের ও জাতীয় পার্টির জাফর সাহেব এই চৌদ্দগ্রামের মানুষের দাবী কোনদিন পূরণ করেন নাই। তারা অহংকারী ছিলেন। তারা জনগণের সাথে প্রতারণা করেছেন। শনিবার (২৬আগস্ট) সকালে উপজেলার ভিটা ওয়াল্ডে উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে আলকরা, গুণবতী, জগন্নাথদিঘী ও চিওড়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলমন্ত্রীর ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি এসব কথা বলেন।
এমপি আরো বলেন, আমি কৃষকের ছেলে মুজিবুল হক, এলাকার উন্নয়নের স্বার্থে চৌদ্দগ্রামের জনগণ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে কাজ করার জন্য। আমি এই উপজেলার প্রতিটি গ্রামের রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা, মন্দির সবগুলো বিল্ডিং করে দিয়েছি। এইযে দেখেন সকল উন্নয়ন আওয়ামীলীগ সরকারের আমলে হয়েছে। এই চৌদ্দগ্রামে ৪২৯ গ্রামে আছে কোথায় কি কাজ করেছি সেটা আমি জানি আশা করি বাদ নেই। যদিও বাদ থাকে আমাকে বলবেন আগামী সাড়ে আট মাসের মধ্যেই সকল কাজ শেষ করে দিবো।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুনেছা আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, উপজেলা সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, নারীনেত্রী তুফুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মিয়াজি, জাকির হোসেন ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মাহফুজ আলম, জাফর ইকবাল, কাজী ফখরুল ইসলাম ফরহাদ, নাঈমুর রহমান মজুমদার মাসুম, গোলাম মোস্তফা, মাইন উদ্দিন ভূঁইয়া, একে খোকন, মাহবুব হোসেন মজুমদার, আলকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন জাবেদ, গুনবতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভিপি আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক নিজাম চৌধুরী, উপ দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, যুব মহিলা লীগের সভাপতি জুলেখা বেগম ও সাধারণ সম্পাদক নাছিমা আক্তার প্রমুখ।