জাতীয় সমবায় দিবস-২০২০; “বঙ্গবন্ধু দর্শন সমবায়ের উন্নয়ন”
চৌদ্দগ্রাম, (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৭ নভেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারাদেশের ন্যায় শনিবার (৭ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ইং উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা হাসান, বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা মেয়র মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্ল্যাহ বাবুল।
উক্ত সভা সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি আলী আশ্রাফ। চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসার ভূঁঞা মোঃ শাহিনুর রহমান এর পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা সমাজ সেবা অফিসার নাসির উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম চেয়ারম্যান, উপজেলা যুব অফিসার মোসাদ্দেক আলী, সমবায়ই বেলাল হোসেন, খালেদ মোশাররফ হোসেন, আরিফুর রহমান প্রমুখ।
আলোচনা সভার পূর্বে জাতীয় ও সমবায়ই পতাকা উত্তোলনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন। এবারে প্রতিপার্দ্য বিষয় “বঙ্গবন্ধু দর্শন সমবায়ের উন্নয়ন”।