চৌদ্দগ্রাম ৫ কেজি গাঁজা ও ১১১৮ পিচ ইয়াবাসহ আটক-২
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ০৩ আগস্ট, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার বৈদ্দেরখীল থেকে ৫ কেজি গাঁজা ও ১১১৮ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
আটককৃতরা হলেন: পৌর এলাকার রামচন্দ্রপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র মোঃ জাহাঙ্গীর প্রকাশ শুক্কুল (৫৪) ও নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের ছুফুয়া উত্তর পাড়ার মৃত আবুল কালাম আজাদের পুত্র মোঃ ইয়াছিন রানা(৫২)। চৌদ্দগ্রাম থানা এসআই আলী আশরাফ জুয়েলের নেতৃত্বে তাদের আটক করা হয়।