চৌদ্দগ্রাম ৫০ কেজি গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৬ মে, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম বৃহস্প্রতিবার (১৬ই মে) সকাল ০৬.১৫ ঘটিকার সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ জসিম উদ্দিন দেওয়ান সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) মোঃ সুলেমান ভূইয়া ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, পরোয়ানা তামিল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকার ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের পূর্ব পাশে জনৈক রফিক মিস্ত্রির বাড়ি সংলগ্ন (পূর্ব পাশে) কাট গাছ বাগানের ভিতর হতে ০১ জন আসামীকে আটক কলে। ১। মোঃ ইকবাল হোসেন (৩০), পিতা-মৃত আবুল বাশার, মাতা-নুরজাহান বেগম, সাং-গোলাবাড়িয়া, আনছার মৌলভীর বাড়ি, ০৯নং ওয়ার্ড, দক্ষিণ সিদলাই ইউনিয়ন, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা-সাং-বাবুর্চি (হক মিয়ার বাড়ির ভাড়াটিয়া), ঘোলপাশা ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা ,কে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ আটক করেন। এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন দেওয়ান উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীর হেফাজতে থাকা প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। এই সংক্রান্তে থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-১৫, তারিখ-১৬/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ) মামলা রুজু করা হয়।
আরও খবর :-
চৌদ্দগ্রাম ব্রীক ফিল্ড এক মহিলা শ্রমিকের আত্মহত্যা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৪ মে, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রাম ঘোলপাশা ইউনিয়ন একতা ব্রীকস ফিল্ডে (১৫ মে) বুধবার সন্ধ্যা রাতে মান অভিমান করে একজন নির্মাণ শ্রমিক পলি আকতার (১৮) গলায় রশি দিয়ে শোয়ার ঘরে আত্মহত্যা করেছে। বুধবার রাত একটায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার এস আই আলমগীর হোসেন। তিনি জানান, লোক মুখে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই ভাটার এক পুরুষ শ্রমিককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠ তদন্তের স্বার্থে ধৃত আসামীর নাম প্রকাশ করা হয়নি।