চৌদ্দগ্রাম ৪৮ ঘণ্টার ব্যবধানে একই স্থানে ডাকাতের কবলে দুই প্রবাসীর গাড়ি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০২ মার্চ, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরায় প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে নগদ অর্থসহ যাবতীয় মালামাল লুটে নেয়। শনিবার (১ মার্চ) ভোর ৬টায় এ ঘটনা ঘটে। গত ৪৮ ঘণ্টার ব্যবধানে একই এলাকার ফালগুনকরায় ডাকাতির শিকার হয়েছেন কুয়েত প্রবাসী নাইমুল ইসলাম এবং মায়েশিয়া প্রবাসী বেলাল আহমেদ। শনিবার (১ মার্চ) ভোরে ডাকাতির শিকার হন ফেনীর দাগনভূঞা এলাকার প্রবাসী বেলাল আহমেদ।

তিনি জানান, একটি পিকআপ ভ্যান এসে তাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে যান তারা। এরপর তাদের গাড়ির গ্লাস ভেঙে ডাকাতি করা হয়। বেলাল হোসেন আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছি। রমজানে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে এসেছি। ডাকাত দল ৩ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত ও ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার সিনিয়র পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা হয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। হাইওয়ের পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, প্রবাসীর গাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) একই জায়গায় ডাকাত দল হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের সর্বস্ব কেড়ে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *