চৌদ্দগ্রাম হাইওয়ে ফুটপাত দখল, উচ্ছেদ অভিযানে পুলিশ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৫ মার্চ, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা চৌদ্দগ্রাম বাজার এলাকায় অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (২৫ মার্চ) সকাল থেকে মহাসড়কের উপর অবৈধ দোকানপাট উচ্ছেদে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম লোকমান হোসেন ও ফাঁড়ির অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে হাইওয়ে পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। কারণ চৌদ্দগ্রাম বাজার এলাকায় মহাসড়কের উপর বিভিন্ন দোকান বসিয়ে রাখার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। হাইওয়ে পুলিশের অভিযানের পর থেকে মহাসড়কে নিরবিচ্ছিন্ন ভাবে যানবাহন চলাচল করছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার বলেন, আমাদের এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে। মহাসড়কে যানজট মুক্ত যানবাহন চলাচলে হাইওয়ে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।