চৌদ্দগ্রাম শারদীয় দূর্গোৎসব -২০২২ উপলক্ষ্যে মত বিনিময় সভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৯ সেপ্টেম্বর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা বিআরডিবি কার্যালয় শারদীয় দূর্গোৎসব ২০২২ উপলক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী প্রমোদ রঞ্জন চক্রবর্তী।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অনিল চন্দ্র দেবনাথের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক নান্টু দেবনাথ, চৌদ্দগ্রাম পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি নরেশ বণিক, সাধারণ সম্পাদক নকুল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী শংকর মজুমদার, দপ্তর সম্পাদক শ্রী বলরাম কর্মকার, প্রচার সম্পাদক শ্রী তাপস চন্দ ধর, সাংস্কৃতিক সম্পাদক শ্রী জয়ন্ত সেন গুপ্ত, পূজা সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র চক্রবর্তী, সহ-পূজা সম্পাদক শ্রী মনজ চক্রবর্তী, কার্য-নির্বাহী শ্রী ভবেশ চন্দ্র সেন, শ্রী নির্মল চন্দ্র সাহা, শ্রী সুমন চক্রবর্তী প্রমুখ।
এছাড়া মত বিনিময় সভা ২২টি মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় বক্তরা বলেন, আমরা শান্তি-শৃঙ্খলা ভাবে আমাদের শারদীয় দূর্গোৎসব করতে পারি, এ ব্যাপারে উপজেলা প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করি।