চৌদ্দগ্রাম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১১ অক্টোবর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চৌদ্দগ্রাম থানা পুলিশের উদ্যোগে বুধবার (১১ অক্টোবর) বিকেলে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (অপারেশন) শাহিনুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, সাংবাদিক মোঃ আবদুল জলিল রিপন, পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার নান্টু চন্দ্র দেবনাথ, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমির হোসেন, মন্দির কমিটির পক্ষে টোটন দাস, বিমল চন্দ্র দাস প্রমুখ। উল্লেখ্য, এবার চৌদ্দগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে সর্বমোট ২২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।