চৌদ্দগ্রাম মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের সংবর্ধনা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৬ ডিসেম্বর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ.বি.এম.এ বাহার। উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এতে সভাপতিত্ব করেন।
চৌদ্দগ্রাম এইচ জে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রূপম সেন গুপ্তের পরিচালনায় এতে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানা ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া, বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীরমুক্তিযোদ্ধা সামছুল হক বিএসসি, বীরমুক্তিযোদ্ধ মুমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহসভাপতি আক্তার হোসেন পাটোয়ারী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে চৌদ্দগ্রামের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতি মুক্তিযোদ্ধাকে ২০০/- টাকা মূল্যের প্রাইজ বন্ড বিতরণ করেন। এর পূর্বে সূর্য দয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুস্পস্তবক অর্পন করেন। উপজেলা সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবন সমূহের জাতীয় পতাকা উত্তোলন।
সকাল ৮.১৫ মিনিটে চৌদ্দগ্রাম এইচ জে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, অনাসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, রোভা স্কাউট, গালর্স গাইড এবং শিশু কিশোর সংগঠন এর অংশগ্রহণে সমাবেশ, কুচকা আওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ভূঁইয়া হাসান, উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনসহ উপজেলা সকল কর্মকর্তাবৃন্দ।