চৌদ্দগ্রাম মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৭ মার্চ, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার সুর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা হয়। এরপর শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সকাল ৯টায় চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের সালাম গ্রহণ করেন। শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দল সমূহের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ, সংবর্ধনা প্রদান ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসাণ কর্মকর্তা কৃষিবীদ মোঃ জোবায়ের হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন ভুঁইয়া, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত গুলজার আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মজুমদার, আমিনুল ইসলাম চৌধুরী, শফিকুর রহমান মজুমদার, মোঃ হানিফ, সামছুল হক, মোখলেছুর রহমান, ছিদ্দিকুর রহমান, আবদুল মালেক, আবু বক্কর ছিদ্দিক, ডাঃ নজির আহমেদ, একেএম শাহজাহান ভুঁইয়া, আবদুর রহমান, জহিরুল কাইয়ুম, কবির আহমেদসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সহস্রাধিক মানুষের জন্য গণইফতার আয়োজন করে। এ ইফতারে সকল শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *