চৌদ্দগ্রাম বেগম রোকেয়া দিবস-২০২৩ অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১০ ডিসেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে শনিবার ( ৯ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা কনফারেন্স রুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা উম্বেষন কার্যক্রমের আওতায় র্যালি আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিধি ছিল বাংলাদেশ সরকারের প্রানী সম্পদ মন্ত্রনালয়ে অতিরিক্ত সচিব নিপেন্দ্র চন্দ্র দেবনাথ।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ. বি. এম. এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, থানা অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, মাস্টার নান্টু চন্দ্র দেবনাথ, জয়ীতাদের মাঝে বকুলা রানী দেবী, মোসা: নরুন নাহার বেগম, রোকসানা বেগম, সালমা আক্তার, হাজেরা আক্তার প্রমুখ।
এবারে জয়ীতা হলেন, সফল জননী নারী বকুল রানী দিবী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোসা: নুরুন নাহার বেগম, অর্থনীতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রোকসনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যেই নারী ছালমা আক্তার, সমাজ উন্নয়ন অসামান্য অবদান রেখেছেন যে নারী হাজেরা আক্তার ববি। আলোচনা শেষে অতিথী বিন্দ ৫ জন জয়ীতাদের হাতে ক্রেস ও উপহার সামগ্রী তুলে দেন। এর আগে সকালে চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দ্যেগে উপজেলা চত্ত্বরে মানব বন্ধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।