চৌদ্দগ্রাম বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় আ’লীগ নেতাসহ গ্রেফতার-২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম নোয়া বাজার পেট্রোল বোমায় বাসের আট যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আ’লীগ নেতাসহ দু’জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ রোববার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ এ তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেফতারা হলেন, সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার ছেলে যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমি।

জানা গেছে, ২০১৫ সালের (৩ ফেরুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের নোয়া বাজার বাসে পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহত হন। এ ঘটনায় গত বছর বাসের মালিক আবুল খায়ের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হকসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ১১ নম্বর আসামি ও তার ছেলে নেয়ামত উল্লাহ মজুমদার রুমি ৭৯ নম্বর আসামি। শনিবার (১৫ ফেরুয়ারি) রাতে গোয়েন্দা পুলিশ কুমিল্লা শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘পেট্রোল বোমা মেরে বাসের আট যাত্রী হত্যা মামলায় আ’লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার ছেলে যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *