বাঙলার আপোষহীন এক নেতার নাম কমরেড আ ফ ম মাহবুবুল হক

সূত্র : তারিখ : ১০ নভেম্বর ২০২১ খ্রি.

ঢাকা (বাসদ), ১০ নভেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রেস বিজ্ঞপ্তি, ১০ নভেম্বও’২১ : বাঙলার আপোষহীন এক নেতার নাম কমরেড আ ফ ম মাহবুবুল হক বলে উল্লেখ করেছেন বাসদ নেতৃবৃন্দ। আজ ১০ নভেম্বর ২০২১ আ ফ ম মাহবুবুল হক এর ৪র্থ মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাজ্ঞাপন ও স্মরণানুষ্ঠান এ নেতৃবৃন্দ এই কথা বলেন। বাসদ আহব্বায়ক কমরেড সন্তোষ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রদ্ধাজ্ঞাপন ও স্মরণানুষ্ঠান প্রথমে শ্রদ্ধাজ্ঞাপন করে তার রেখে যাওয়া পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর আহব্বায়ক কমরেড সন্তোষ গুপ্ত, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, ঢাকা মহানগর এর আহব্বায়ক জাকির হোসেন, আনোয়ার হোসেন মিলন, সারমিন মাহমুদা মুন, জামাল শিকদার, ছাত্রকেন্দ্রের নেতা দীপক রায়। সভাপতির বক্তব্যে কমরেড সন্তোষ গুপ্ত আফম মাহবুবুল হক এর জীবনী অনুসরণ করে সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্য বন্ধ হয়ে পার্টি সংগ্রঠন সংগ্রাম গড়ে তোলার আহব্বান জানান।

একই সাথে তিনি আওয়ামী ফ্যাসীবাদী দুঃশাসন থেকে মুক্তির লক্ষ্যে বাম প্রগতিশীল শক্তি ঐক্যের ভিত্তিতে গলআন্দোলন গণসংগ্রাম গড়ে তুলে রাষ্ট্র সরকার সংবিধান প্রণয়নের আহব্বান জানান।

শ্রদ্ধাজ্ঞাপন ও স্মরণানুষ্ঠান শ্রদ্ধাজ্ঞাপন করেন বাংলাদেশ জাসদ, বক্তব্য রাখেন মঞ্জুর আহমেদ মঞ্জু, শ্রদ্ধাজ্ঞাপন করেন গণসংহতি আন্দোলন, বক্তব্য রাখেন মনির উদ্দিন পাপ্পু, শ্রদ্ধাজ্ঞাপন করেন জাসদ, বক্তব্য রাখেন শফি উদ্দিন মোল্লা, শ্রদ্ধাজ্ঞাপন করেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বক্তব্য রাখেন বেলার চৌধুরী, শ্রদ্ধাজ্ঞাপন করেন বাসদ, বক্তব্য রাখেন জুলফিকার আলী, শ্রদ্ধাজ্ঞাপন করেন সিপিবি, বক্তব্য রাখেন সাদেকুর রহমান শামিম, শ্রদ্ধাজ্ঞাপন করেন জাতীয় মুক্তি কাউন্সিল, বক্তব্য রাখেন ফয়জলুল হাকিম, শ্রদ্ধাজ্ঞাপন করেন ঐক্য ন্যাপ, বক্তব্য রাখেন হারুনুর রশীদ ভুইয়া, শ্রদ্ধাজ্ঞাপন করেন নাগরিক ঐক্য, বক্তব্য রাখেন মমিনুল ইসলাম, শ্রদ্ধাজ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বক্তব্য রাখেন সাইফল হক, শ্রদ্ধাজ্ঞাপন করেন জাতীয় গণফ্রন্ট, বক্তব্য রাখেন কাউছার মনছুর, শ্রদ্ধাজ্ঞাপন করেন গণমুক্তি ইউনিয়ন, বক্তব্য রাখেন নাসির উদ্দিন আহমেদ নাসু, শ্রদ্ধাজ্ঞাপন করেন জাতীয় সৎ সঙ্গ ফাউন্ডেশন, বক্তব্য রাখেন সামছুল আলম জুলফিকার, শ্রদ্ধাজ্ঞাপন করেন বাংলাদেশ ছাত্রলীগ (বিবিএল), শ্রদ্ধাজ্ঞাপন করেন ৯ সংগঠন, নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফয়জুল হাকিম লালা, জাফর হোসেন, নাসির উদ্দিন আহমেদ নাসু, সন্তোষ গুপ্ত, বেলাল চৌধুরী, কাউছার মনছুর, সমাজ উন্নয়ন কর্মী কামাল উদ্দিন।

বার্তা প্রেরক

( মহিনউদ্দিন চৌধুরী লিটন)
সদস্য, বাসদ কেন্দ্রীয় কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *