চৌদ্দগ্রাম বাজারের অবৈধ ফুটপাত দখলমুক্ত, ধন্যবাদ ইউএনও মাসুদ রানাকে
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০১ অক্টোবর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : স্বাধীনতার পরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে স্মরণকালের অভিযান পরিচালনা করেছে উপজেলা ও থানা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে উচ্ছেদ অভিযানকালে বাজারের ব্যবসায়ী, সাংবাদিক ও পথচারীসহ বিপুল সংখ্যক উৎসুক মানুষ উপস্থিত ছিলেন। অভিযানে অবৈধ সুবিধাভোগী ব্যবসায়ীরা নাখোশ হলেও সাধারণ মানুষ, নারী-পুরুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, বিভিন্ন সময়ে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে ঐতিহ্যবাহী চৌদ্দগ্রাম বাজারে উচ্ছেদ অভিযান শুরু করলে উপরের মহলের চাপে কিছুক্ষণের মধ্যেই অভিযানের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনরায় ফুটপাত দখল করে নেয়। এমন অবস্থা দেখা গেছে গত ১৫ মে বুধবার।
ওইদিন দুপুরে মহাসড়কের পাশে ফুটপাত অবৈধ দখলমুক্ত করার কিছুক্ষণের মধ্যেই আবারও ক্ষুদ্র ব্যবসায়ীরা ফল দোকান, কাপড় দোকান, পান-সিগারেটের দোকান বসিয়ে আবারও ফুটপাত দখল করে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পথচারী নারী-শিশু ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ। কারণ-প্রতিদিন সকালে শিক্ষা প্রতিষ্ঠানগামী ছাত্রী, নারী-শিশুরা ফুটপাত দিয়ে হাটলে বখাটে দোকানদার ও যুবকরা তাদের উত্ত্যক্ত করতো।
সর্বশেষ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে ৭টি রেকার দিয়ে উচ্ছেদ অভিযান করা হয়। স্বাধীনতার পরে এবারই প্রথম প্রকৃতভাবে উচ্ছেদ অভিযান করা হয়। এতে অবৈধ ফুটপাত দখল মুক্ত হয়েছে। এ সময় মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ, চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকসহ হাজার হাজার উৎসুক মানুষ উপস্থিত ছিলেন।