চৌদ্দগ্রাম বঙ্গবন্ধুর ৪৮তম শাহদাতা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৫ আগস্ট, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে মঙ্গলবার (১৫ই আগষ্ট) সকালে স্থানীয় এমপির কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা দঃ আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক এমপি। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি আবদুস ছোবহান ভূইয়া হাসান। যুবলীগ নেতা কাজী কালামের পরিচালনায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা জেলা আ’লীগের সদস্য কামাল হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, আক্তার হোসেন পাটোয়ারী, ইছহাক খাঁন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা কমিটি সদস্য আবু তাহের, উপজেলা যুগ্ম সম্পাদক ভিপি ফারুক হোসেন মিয়াজী, জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দ্দার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুবুর রহমান মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান নাইমুর রহমান মাছুম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, রফিকুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি ফয়জুন্নেছা আমিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহম্মদ খোকন, মাহবুবুল হক মোল্লা, ইমাম হোসেন পাটোয়ারী, পৌর যুব লীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক শামীম খাঁ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউসার হামিদ প্রমুখ। উক্ত সভায় চৌদ্দগ্রাম উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, মহিলালীগের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।