চৌদ্দগ্রাম প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৯ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রাম বুধবার সকালে উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে রবি/২০২০-২১ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা কুষি অফিসার আবদুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে।
অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, সমাজ সেবা অফিসার নাছির উদ্দিন, যুব অফিসার মোকাদ্দেস আলী, সহকারী প্রোগ্রামার ব্যানবেইজ প্রদীপ চাকমা, উপজেলা সহকারী কৃষি অফিসার আতিকুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংগ্রহ অফিসার নাজমুল হাসান মজুমদার প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রান্তিক কৃষকদের মাঝে প্রতিজনকে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করেন।