চৌদ্দগ্রাম পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৪ মার্চ, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মো: ছেরু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের চৌধুরী বাড়ীতে। আটককৃত ছেরু মিয়া একই গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগির পিতা নাসির উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার (২২ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেরু মিয়ার ছেলে ওমান প্রবাসী মো: সাইফুল ইসলামের সাথে ১ বছর পূর্বে মোবাইল ফোনে বিয়ে হয় উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের নাসির উদ্দিনের মেয়ে নাজমা আক্তার নাদিয়ার সাথে। বিদেশ থেকে স্বামী না আসলেও বিয়ের কিছুদিন পর নাদিয়ার শ্বশুর ছেরু মিয়া কৌশলে পুত্রবধুকে নিজ বাড়ীতে নিয়ে আসেন। তার লোলুপ দৃষ্টি পড়ে সুন্দরী পুত্রবধূ নাদিয়ার উপর। বিভিন্ন সময় বাজার থেকে দামী প্রসাধনী, উন্নত খাবার-দাবার ও মূল্যবান জিনিসপত্র উপহার দিত। বিভিন্ন সময় তাকে জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে কুরুচিপূর্ণ ও যৌন উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলতো এবং নানান কুপ্রস্তাব দিত সে। অভিযুক্ত ছেরু মিয়া পুত্রবধূর ভালোবাসা পেতে মরিয়া হয়ে উঠে এবং ভালোবাসা আদায়ে বিভিন্ন ভাবে প্ররোচিত করতো। লম্পট শ্বশুরের এহেন কার্যকলাপের বিষয়টি গৃহবধূ আত্মীয়-স্বজনকে জানালে পারিবারিক শালিসে পুত্রবধুর কাছে ক্ষমা চান শ্বশুর ছেরু মিয়া।
গত চার মাস পূর্বে নাদিয়ার স্বামী সাইফুল প্রবাস থেকে বাড়িতে আসে এবং নাদিয়ার সাথে সংসার জীবন-যাপন করতে থাকে। গত মঙ্গলবার (১৮ মার্চ) অসুস্থতা বোধ করায় নাদিয়াকে তার স্বামী মিয়াবাজারস্থ একটি বেসরকারি ক্লিনিকে ডাক্তার দেখিয়ে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা করাইলে পরীক্ষার রিপোর্টে নাদিয়া ৭ মাসের অন্তঃস্বত্ত্বা বলে প্রতীয়মান হয়। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ কলিরে ভিকটিম তার স্বামীকে শ্বশুর কর্তৃক একাধিকবার জোরপূর্বক ধর্ষণের শিকার হয় বলে জানায়। পরে পারিবারিকভাবে বিষয়টির সমাধানের চেষ্টা করিয়া ব্যর্থ হওয়ায় ভুক্তভোগির পরিবার থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেরু মিয়াকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, ‘শ্বশুর কর্তৃক ধর্ষণের শিকার হয়ে শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের এক গৃহবধূ ৭ মাসের অন্তঃস্বত্ত্বা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগির পিতা বাদী হয়ে গৃহবধুর শ্বশুর ছেরু মিয়াকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত শশুরকে গ্রেফতার করেছে। পূণরায় মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।’