চৌদ্দগ্রাম পশুর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৮ টি খাসিসহ আটক-৯

বিশেষ প্রতিনিধি, মীর মোজাহারুল হক, ১০ এপ্রিল ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম মীরশ্বার্নী ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাটে অবৈধ উপায়ে খাসি/বকরির পেটে পাইপ ঢুকিয়ে পানি ঢেলে ওজন বাড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৬৮ টি খাসিসহ ৯ জন কে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে।
দীর্ঘদিন ধরেঅভিযোগ রয়েছে মীরশ্বার্নী পশুর হাটে খাসি/বকরি বিক্রয় করার পূর্বে পেটের মধ্যে পাইপ ঢুকিয়ে পানি ঢেলে ওজন বাড়ানো জন্য পেট ফুলানো হয়। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন কয়েকদিন যাবত নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন নিয়োগ করে গোপন তথ্যে সংগ্রহ করেন। বুধবার (৯ এপ্রিল) বিকেলে ক্রেতা সেজে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থলে উপস্থিত হয়ে খাসি/বকরির পেটের মধ্যে পাইপ ঢুকিয়ে পনি ঢালতে থাকা অবস্থায় হাতেনাতে ০৯ জনকে এবং বিভিন্ন রং এর ৬৮ টি খাসি/বকরি আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গীয় আনসার বাহিনীর সদস্য ও কার্যালয়ের স্টাফ এবং থানা পুলিশের একটু চৌকস টিম এই মোবাইল কোর্টকে সহায়তা করেন। কোর্ট চলাকালে স্থানীয় জনগণ, বাজার কমিটি ও বাজারের বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন, মহাসড়কের বিভিন্ন গাড়ির ড্রাইভারগণ এবং  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী হাতেনাতে ধৃত ৯ জন আসামির মধ্যে ৪ জনের প্রত্যেককে ১ মাসের কারাদন্ড এবং ৫ জনের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
এছাড়াও আটককৃত ৬৮টি খাসি/বকরির মধ্যে একটির মুখ এবং মলদ্বার দিয়ে পানি বের হতে থাকা অবস্থায় তৎক্ষণাৎ ঘটনা স্থলে ১ খাসি মারা যায়। যা নির্দোষ আবলা প্রাণির প্রতি মানুষের এক নিষ্ঠুরতম ও জঘন্যতম আচরণ। অবশিষ্ট ৬৭টি খাসি/বকরির স্বাস্থ্য ঝুঁকি থাকায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্বাবধানে স্থানীয় ব্যক্তি পেয়ার আহম্মেদ এর নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও পালনের শর্তে আদালতের আদেশ অনুযায়ী জিম্মা দেয়া হয়। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *