চৌদ্দগ্রাম নাগরকি কমটিরি ব্যানারে মতবনিমিয় সভা অনুষ্ঠতি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৯ অক্টোবর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম সোমবার (৭ই আগষ্ট) চৌদ্দগ্রাম থানার হল রুমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দ্যোগে নাগরিক কমিটির ব্যানারে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রামের সার্কেল এএসপি নিশাদ তাবাসসুম।

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহবায়ক হারুনুর রশিদ এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলার জামাতের আমির মাহফুজুর রহমান। এতে বিষেশ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামাতের সাবেক আমির সাহাব উদ্দিন। উক্ত মত বিনিময় সভায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এটিএম আকতার উজ জামান, চৌদ্দগ্রাম উপজেলার বিএনপি, জামাত ইসলাম এর সিনিয়র নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এএসপি র্সাকলে [চৌদ্দগ্রাম] নিশাদ তাবাসসুম নিম্নোক্ত ঘোষণা প্রদান করেন:

১। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। কারো সুপারিশ গ্রহণ করা হবে না।
২। রাত ১০ টার পর ১৪ বছর বা তার নিচের কোন কিশোরকে রাস্তায় পাওয়া গেলে গ্রেফতার করা হবে, সতর্কতা হিসেবে প্রথমবার মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হবে।
৩। উদ্ভট চুলের কাটিং ও বখাটে পোষাক পরা কিশোর, তরুণ ও যুবকদের রাস্তায় পাওয়া গেলে গ্রেফতার করা হবে।
৪। অস্ত্রবাজ, সন্ত্রাসী ও আসামীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করা হবে।
৫। মাদক, জুয়া ও হাউজের আসরে অভিযান পরিচালনা করা হবে।
৬। হিন্দু সম্প্রদায়ের র্সবোচ্চ র্ধমীয় উৎসব শারদীয় র্দুগাপূজায় যে কোন সমস্যা তৈরির অপচষ্টো করা হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *