চৌদ্দগ্রাম থানায় ৫২ কেজি গাঁজা ও ০১টি মিনি কাভার্ডভ্যানসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৭ ডিসেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা ও ০১টি মিনি কাভার্ডভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার সদর দক্ষিণ থানার শামবকসি গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. রনি। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ) সুজন কুমার চক্রবর্তী সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) নজরুল ইসলাম ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ০৬নং ঘোলপাশা ইউনিয়ন ধর্মপুর মোড় হাজীগ্রাম রোডের উপর উপস্থিত হইলে ০১টি মিনি কাভার্ডভ্যান গাড়ীর ড্রাইভার গাড়ী থামিয়ে ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ রনি গ্রেফতার করে।

তিনিও আরও জানা, কাভার্ডভ্যান গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে থাকা ০২টি বস্তার ভিতরে ১৩টি পোটলায় সর্বমোট ৫২ কেজি গাঁজা উদ্ধার করেন। আসামী মোঃ রনির বিরুদ্ধে পূর্বের ০২টি মাদক মামলা, ০১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ০১টি অপহরন মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা নং ১০ তাং (০৭/১২/২০২৩) ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনি ১৯(গ)/৩৮ রজু হয়। আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *