চৌদ্দগ্রাম জিয়া মঞ্চের উদ্যোগে বিজয় দিবস-২০২৪ আলোচনা সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৭ ডিসেম্বর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম সোমবার (১৬ই ডিসেম্বর) রাতে উপজেলার মুন্সির হাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিজয় দিবস-২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বি.এন.পি সহ-সভাপতি সাজেদুর রহমান মোল্লা হিরন। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন।
জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক আবদুল কাদের মোল্লার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বি.এন.পির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও উপজেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক কে.এম শাহ আলম, চৌদ্দগ্রাম পৌরসভা যুব দলের সাবেক সভাপতি মোস্তফা অভি, চিওড়া ইউনিয়ন বি.এন.পির সাবেক সভাপতি ও উপজেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক আবুল কালাম জালাল, জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিন, বি.এন.পি নেতা হিরন, আল আমিন, পেয়ার আহম্মেদ প্রমুখ।
এছাড়া সকালে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে উপজেলা বি.এন.পির সহ-সভাপতি মোহাম্মদ সাজিদুর রহমান মোল্লা হিরণের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করেন। এই সময় উপস্থিত ছিলেন এ কে এম শাহ আলম চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও সাবেক ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি, আব্দুল কাদের মোল্লা বাবলু যুগ্ম আহ্বায়ক জিয়া মঞ্চ চৌদ্দগ্রাম উপজেলা ও সাবেক সাধারণ সম্পাদক মুন্সিরহাট ইউনিয়ন বিএনপি, হেলাল মোল্লা সাবেক সাধারণ সম্পাদক মুন্সিরহাট ইউনিয়ন বি.এন.পি, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সদস্য আল আমিন, উপজেলা জিয়া মঞ্চ সদস্য জসিম মোল্লা, ইলিয়াস, বাদশা মোল্লা, সজীব, শুভ, মকবুল আহমদ মোল্লা, জসিম মোল্লা ও স্থানীয় নেতৃবৃন্দ।