চৌদ্দগ্রাম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনারস, বই ও কলস মার্কায় ভোট দেয়ার আহবান
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মন্নান, ০৪ জুন, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : আগামী ৫ জুন ৪র্থ ধাপে অনুষ্ঠিত আসন্ন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পক্ষে বিশাল কর্মী সভা গতকাল সোমবার (৩রা জুন) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌদ্দগ্রাম বাজারের হায়দার সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, ভাইস-চেয়ারম্যান পদে বই প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজেরা আক্তার ববি।
উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব ও আওয়ামী লীগ নেতা কাজী আবুল কালামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শ্রম বিষয়ক উপ কমিটির সদস্য এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের, কুমিল্লা জেলা পরিষদ সদস্য এমরানুল হক ভার্ড কামাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডঃ আব্দুল মান্নান ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য মোঃ জসিম উদ্দিন,জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মিয়াজী,জাকির হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক খোরশেদ আলম, মোস্তফা নুরুজ্জামান মজুমদার খোকন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজির আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম মোল্লা বাবলু, উপজেলা যুবলীগ নেতা এনাম পাটোয়ারী,আবদুল হক, গাজি শহীদ,কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, ফারুক আহমেদ খান শামীম,কাজী বাবুল, শরিফুল হাসান, সাইফুল ইসলাম শাহীন, কামাল উদ্দিন, মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ১৪ গ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মিরু বলেন, কুমিল্লার গণমানুষের নেতা চৌদ্দগ্রামের পাঁচবারের মাননীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় চৌদ্দগ্রামে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সারা দেশের মধ্যে চৌদ্দগ্রাম আজ উন্নয়নের রোল মডেল। মুজিবুল হক এমপির হাত কে শক্তিশালী ও উন্নয়নের তারা অব্যাহত রাখতে আগামী ৫ই জুনের নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীকে অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলকে, ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকে ইসাক খাঁনকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে হাজেরা আক্তার ববিকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার জন্য আহবান করছি।