চৌদ্দগ্রাম কভার্ড ভ্যানে আগুন, মহাসড়কে দুইঘণ্টা গাড়ি চলাচল বন্ধ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০২ ডিসেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম ওয়ার্কশপে মেরামতের সময় একটি কভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর তাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুইঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের কালি বাজার এলাকার বিসমিল্লাহ ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
ওয়ার্কশপটির মালিক আবদুল মমিন জানান, কভার্ড ভ্যানটিতে ওয়েল্ডিং করার সময় হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কভার্ড ভ্যানের চালক রমজান আলী জানান, পাবনা থেকে ব্যাটারির ছাই ভর্তি করে চট্টগ্রামে যাওয়ার সময় কভার্ড ভ্যানটি চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িটির কিছুটা ক্ষতি হয়। হাইওয়ে পুলিশের সহযোগিতায় শুক্রবার দুপুরে গাড়ি বিসমিল্লাহ ওয়ার্কশপে নিয়ে আসি। সেখানে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
”ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রাম স্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, “গাড়িটিতে ব্যাটারির বারুদ জাতীয় কেমিক্যাল বোঝাই ছিল। মালামাল ভর্তি গাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়।” মিয়াবাজার হাইওয়ে থানার ওসি লোকমান হোসেন জানান, কভার্ড ভ্যানটির আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়কের উপর দিয়ে পানির লাইন নেওয়ায় ‘কিছুক্ষণ’ যানচলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।