চৌদ্দগ্রাম ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মন্নান, ১৮ মে, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আবদুল হাই মজুমদারকে গ্রেপ্তার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আবদুল হাই উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের মজুমদার বাড়ির মৃত রঙ্গু মিয়ার পুত্র। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
জানা গেছে, রাজশাহীর পুঠিয়া পৌর এলাকার ঝলমলিয়া গ্রামের আবদুস সাত্তারের পুত্র আবদুল গাফফার টিপুকে ২০১৬ সালে ফ্রান্স নেয়ার কথা বলে ১২ লক্ষ টাকার চুক্তিতে আবদুল হাই মজুমদার ৭ লক্ষ ২০ টাকা নেয়। এরই অংশ হিসেবে টিপুকে ভারতে নিয়ে ৩-৪ লক্ষ টাকা খরচ করায়। পরবর্তীতে টিপুকে ফ্রান্স নেয়নি এবং টাকা ফেরত চাইলে টালবাহান দেখায়।
এ চিন্তায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০১৮ সালের ৫ মার্চ টিপু ইন্তেকাল করেন। টাকা ফেরত দিতে টালবাহানা করায় টিপুর পিতা আবদুস সাত্তার বাদি হয়ে আবদুল হাই মজুমদারের বিরুদ্ধে আদালতে ৪ লক্ষ ৭০ হাজার টাকার দুইটি চেক ডিজঅনার মামলা দায়ের করে। আদালত ২০১৯ সালে আবদুল হাই মজুমদারের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পলাতক থাকার মঙ্গলবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আবদুল হাই মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।