চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৫ জানুয়ারি, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) :কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪শে জানুয়ারি) সন্ধ্যায় মিয়াবাজার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: গোলাম কাদের চৌধুরী নোবেল।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি হাজী জামাল উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি গাজী কবির, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জেলা সভাপতি আবদুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম জহির উদ্দিন, কুমিল্লা মহানগর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম রেনু, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা সাইফুল ইসলাম, সেলিম উদ্দিন সেলিম, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কামাল মিয়াজী।
চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান মজুমদারের সভাপতিত্বে, বিএনপি নেতা ইমাম হোসেন মজুমদার রুবেল সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন পাশা, বিএনপি নেতা এনামুল হক, আহসান হাবিব জিয়া, জসিম উদ্দিন, যুবদল নেতা আলমগীর, পলাশ, কামাল, ইউনুছ, ডা: ইয়াকুব, মিজান, ওয়াসিম, রিপন, আরিফ, আলী আহমেদ,আমির হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ইমরান, সোহরাব, তুষার, হিমেল, মাসুদ, সালাউদ্দিন, জনি, আরজু ও মহিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।