চৌদ্দগ্রাম ইসলামী ব্যাংক কর্তৃক ইফতার মাহফিল
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ২০ এপ্রিল, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রামে গত মঙ্গলবার বিকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ চৌদ্দগ্রাম শাখার কর্তৃক সার্বজনীন কল্যাণ মাহে রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভা প্রধান অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মির হোসেন মীরু, বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জেলা জোন প্রধান নাছির উদ্দিন, প্রধান আলোচক ছিলেন, চিওড়া আছগরিয়া মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওঃ আনোয়ার উল্যাহ।
ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার প্রধান মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক ভাইস প্রেসিডেন্ট চৌদ্দগ্রাম শাখার এ.বি.এম. জাকির হোসেন, ছুপুয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ শহিদ উল্লাহ, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ এ.কে.এম শামচ্ছুদ্দীন আহম্মেদ কাশেম। উক্ত ইফতার মাহফিলে চৌদ্দগ্রাম বাজার ব্যবসায়ী ও সুধী সমাজ উপস্থিত ছিলেন।