চৌদ্দগ্রামে ২১ ফেব্রুয়ারী উপলক্ষ্যে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২১ ফেব্রুয়ারী, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারাদেশে ন্যায় গত রবিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে চৌদ্দগ্রামে ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষ্যে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা হাসান, বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এ.বি.এম এ বাহার। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
চৌদ্দগ্রাম উপজেলা সমাজ সেবা অফিসার নাছিন উদ্দিনের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান, চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চকমা, উপজেলা প্রাণীর সম্পদ কর্মকর্তা মুজিবুর রহমান, মিয়া বাজার হাইওয়ে পুলিশ ইনচার্জ এ.কে.এম শরফুদ্দীন, চৌদ্দগ্রাম থানা তদন্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা, চৌদ্দগ্রাম এইচ.জে. পাইলট সরকারী মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত প্রমুখ।
উক্ত আলোচনা সভা অন্যান্যদের উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম, উপজেলা যুব কর্মকর্তা মোকাদ্দেস আলীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। এরপূর্বে রাত ১২.০১মিনিটে চৌদ্দগ্রাম উপজেলা চত্ত¡রে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুস্পস্তক অর্পন করে। এই সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃত্ববৃন্দ। সকাল ৮.৩০মিনিট উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদের স্মরণে একটি শোক র্যালী চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন প্রদক্ষিণ করেন।