চৌদ্দগ্রামে ১৯৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১৩ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে ১৯৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত মাদক ব্যবসায়ী হলো; বগুড়া জেলার শাহজাহানপুর থানার চকজুরা গ্রামের মৃত মনির উদ্দিন মন্ডলের ছেলে মোঃ ঠান্ডা মিয়া ও গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার মোঘলটুলি গ্রামের সুজন শেখের ছেলে মোঃ ইয়াছিন শেখ। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি টিম। পরে ট্রাকটি তল্লাশী চালিয়ে ১৯৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। দীর্ঘদিন ধরে আটককৃতরা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্নস্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।