চৌদ্দগ্রামে হাম রুবেলা ক্যাম্পেইন-২০২০ এডভোকেসি সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৫ মার্চ ২০২০ ইং, (বিডি ক্রাইম নিউজ ২৪) : গতকাল রবিবার (১৫ই মার্চ) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাম রুবেলা ক্যাম্পেউন-২০২০ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভা প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এ.বি.এম.এ বাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছাকিনা বেগম, চৌদ্দগ্রাম থানা ওসি (অপারেশন) ত্রিনাথ সাহা। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান।
চৌদ্দগ্রাম স্যানেটারী ইন্সুপেক্টর হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কাজী আবদুল মমিন, সাংবাদিক মজিবুর রহমান বাবলু, আবদুল জলিল রিপন, আবদুল মান্নান।
এতে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ইসলামী ফাউন্ডেশনের পরিচালক রুহুল আমিন, বিভিন্ন স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবৃন্দ। উল্লেখ্য যে, চৌদ্দগ্রাম উপজেলা ০৯ মাস থেকে ১০ বছর বয়সী প্রায় ১ লক্ষ ৫৬ হাজার শিশুকে এক ডোজ হাম রুবেলা টিকা প্রদান করা হবে।