চৌদ্দগ্রামে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০১ এপ্রিল, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং স্বল্পোন্নত দেশ হতে উন্নয়শীল দেশে উত্তরণ উদযাপনে মুক্তির উৎসব এবং সুবর্ণ জয়ন্তী মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপি। সাবেক রেলপথ মন্ত্রী এর আগে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত উক্ত মেলা শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আব্দুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান নাইমুর রহমান, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি ফারুক হোসেন মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, সহকারী কমিশনার ভূমি তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া টিপু, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।