চৌদ্দগ্রামে মাদক, ইভটিজিং ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগীতা সভা অনুষ্ঠিত হয়েছে
কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি, আব্দুল মান্নান, ১৫ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): গত রবিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাদক, ইভটিজিং ও জঙ্গীবাদের বিরুদ্ধে আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগীতা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর উপ-পরিচালক অধ্যাপক জহিরুল ইসলাম পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, চৌদ্দগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম। চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল ফয়সাল এর সভাপতিত্বে উক্ত বিতর্ক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বি,সি,ডিএ, এস এর মতিউর রহমান সবুজ, তানজিদ ইসলাম হিমেল, আবু বকর ছিদ্দিক, হাসান শাহরিয়া খাঁ, আনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) কমল কৃষ্ণধর প্রমুখ। বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন চৌদ্দগ্রামে কাশিনগর ডিগ্রি কলেজ বনাম লাকসামের ফয়েজুন্নেছা মহিলা কলেজ। বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয় চৌদ্দগ্রামের কাশিনগর ডিগ্রি কলেজ, রানার্সআপ হয় লাকসামের ফয়েজুন্নেছা মহিলা কলেজ। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন লাকসাম ফয়েজুন্নেছা মহিলা কলেজের ছাত্রী ফারজানা সুলতানা।