রাজারহাট প্রেসক্লাবের আয়োজনে ছিন্নমূল মানুষদেরকে কম্বল বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১৬ জানুয়ারি, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাট প্রেসক্লাব ও দৈনিক সমকালের রাজারহাট প্রতিনিধির আয়োজেনে এতিম ও প্রতিবন্ধী সহ ৭শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে রাজারহাট প্রেসক্লাবে কম্বল বিতরনের উদ্ধোধন করেন, স্থানীয় দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী।
রাজারহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার। অন্যান্যদের মধ্যে রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম চাষী, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, অধ্যক্ষ বাদশা মিয়া, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাংবাদিক মাসুদ রানা, রেজাউল হক, রাশেদুল ইসলাম, নুরনবী মোল্লা, আব্দুল হাকিম সবুজ, ইব্রাহিম আলম সবুজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে আনন্দে কেঁদে ফেলেন হরিশ্বর তালুক গ্রামের শতবর্ষী অশিতিপর বৃদ্ধ শহর আলী। তিনি বলেন, এই কম্বলের জন্যে কত জায়গায় গেইছং ব্যাহে, কাইঁয়ো মোক একখ্যান কম্বল দেয় নাই। তোমারা হামাক ডাকে আনি কম্বল দিলেন। চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের শতবর্ষী বৃদ্ধ মনভোলা জানান, কোন মেম্বার চেয়ারম্যান হামাক কম্বল দেয় নাই, এলা রাজারহাট প্রেসক্লাব হামাক কম্বল দিলেন, এল্যা এইখ্যান গাত জড়াইয়া আরামে রাইতত ঘুম পারবের পাইমো। দাসপাড়া গ্রামের বৃদ্ধা ফুলকুমারি (৯০) বলেন, মোক কম্বলটা দিলেন, মুই দোয়া করিম।
কম্বল বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি এসএম ছানালাল বকসী বলেন, রাজারহাট প্রেসক্লাবের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অবদান রাখছে এটা সত্যিই আনন্দের বিষয়। রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন, রাজারহাট প্রেসক্লাবের সাংবাদিকগণ এধরনের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজকর্ম আগামিতেও অব্যাহত রাখবে বলে আশা করছি। রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুন যদু বলেন, ভিক্ষুক, এতিম ও প্রতিবন্ধী সহ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করতে পেরে নিজেকে ভাল লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *