চৌদ্দগ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে হাতাহাতি, একজনের মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৭ এপ্রিল ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে বিরোধপূর্ণ জায়গার বাঁশ কাটাকে কেন্দ্র করে হাতাহারি পর আবুল হাসেম রিপন (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে। রাত সাড়ে নয়টায় বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল হাসেম রিপন ও একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে নূরুল আমিনের সাথে দীর্ঘদিন ধরে জায়গা সম্পদ নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধকৃত জায়গায় বাঁশঝাড় থেকে নূরুল ইসলাম বাঁশ কাটার সময় আবুল হাসেম রিপন বাঁধা দেয়। এই নিয়ে উভয়পক্ষ কথা কাটা কাটি হয় এইসময় এক পর্যায়ে নূরুল ইসলাম আবুল হাসেম রিপনকে সজোরে ধাক্কা দিলে সে মাটিতে লুটে পড়ে জ্ঞন হারিয়ে পেলে। এইসময় আসে পাশের লোকজন এসে রিপনকে উদ্ধার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। বৃহস্পতিবার বিকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে হাতাহাতি হয় এক পর্যায়ে আবুল হাসেম রিপনকে ধাক্কা দিলে সে মাটিতে লুটে পড়ে। তিনি আরো জানান, আবুল হাসেম রিপন বেশ কিছুদিন আগে হার্টে বাইপাস সার্জারি করেছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার থানায় নিয়ে আসে। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা সম্পদের নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে হাতাহাতি ঘটনায় আবুল হাসেম রিপন মারা যায়। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হবে।