চৌদ্দগ্রামে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাভোকেসি সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম, (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৪ ডিসেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : “পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোর কালীন মাতৃত্ব রোধ করি”, এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা কনফারেশন্স রুমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৭-১২) ডিসেম্বর-২০১৯ উপলক্ষ্যে এক এ্যাভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ-আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নাছরিন আক্তার সুমী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আজহারুল আলম, সহকারী প্রোগ্রামার ব্যানবেইস প্রদীপ চাকমা প্রমুখ।
বক্তরা আগামী ০৭ থেকে ১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা দপ্তরে মাঠ পর্যায়ের সকল কর্মীদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত সভা আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার পরিবার পরিকল্পনা দপ্তরে বিভিন্ন ইউনিয়ন ও মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীবৃন্দ।