চৌদ্দগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১৭ অক্টোবর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারা দেশের ন্যায় ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র মিজানুর রহমান।
এ উপলক্ষ্যে শনিবার পৌরসভার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনর্চাজ আবদুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একেএম সামছুদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল জলিল রিপন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার কোহিনুর, আমেনা বেগম, মাষ্টার আবু তাহের, রামরায়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল জলিল টিপু, উপজেলা কৃষকলীগের সহসভাপতি সাহাব উদ্দিন, নারী নেত্রী রহিমা আকতার শিল্পী, নোয়াপাড়া কাজী বসরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ শারমিন আকতার, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, মফিজুর রহমান, সাইফুল ইসলাম পাটোয়ারী, চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি হাইস্কুলের শিক্ষক আবদুল কুদ্দুস, যুবলীগ নেতা আশরাফুল আলম রিপন, ফয়জুনেছা মহিলা মাদ্রাসার সুপার আহসান উল্যাহ।
আ’লীগে নেতা ইদ্রিস মিয়াজীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোখলেছ মিয়া, ইউনুছ মিয়া, আবদুল হালিম, কাজী বাবুল, পৌর শ্রমিকলীগের সভাপতি তোহিদুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসেম, সহ-সভাপতি আবদুল বারী খোকনসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা, মাদরাসার শিক্ষক, সাংবাদিক, সামাজিক নেতৃবৃন্দ।
এই দিকে জগন্নাদিথী ইউনিয়ন পরিষদ কার্যালয় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম থানার এসআই আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জগন্নাদিথী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ জানে আলম ভূঁইয়া, ইউপি মেম্বার মোতালেব হোসেন, কাজী রহিমা বেগম, আবদুল মালেক, সিরাজুল ইসলাম, পায়েল খোলা বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী নদী কর্মকার, নিশা কর্মকার প্রমুখ।