হাতিয়ায় দ্বিতীয় দফায় ভাসানচরে ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি, লুৎফুল হায়দার চৌধুরী, ২৯ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : দ্বিতীয় দফায় কক্সবাজার থেকে আরো ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর সাতটি জাহাজ ভাসানচরে পৌঁছে।

এর আগে সোমবার দুপুরে রোহিঙ্গারা বাসযোগে কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে পৌঁছান। রাতে তারা বিএএফ শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে অবস্থান করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর জেটি থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা হয় তাদের বহনকারী সাতটি জাহাজ।

দ্বিতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যেতে কক্সবাজারের আশ্রয়শিবির ত্যাগ করেন ৪২৭টি পরিবারের এই এক হাজার ৭৭২ জন রোহিঙ্গা। এর মধ্যে ১৩০ জনের বেশি রয়েছে প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের স্বজন। গত ২ ডিসেম্বরর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর যান। তারাই সেখান থেকে ভাসানচরের পরিস্থিতি জানিয়ে স্বজনদের আসতে উদ্বুদ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *