চৌদ্দগ্রামে নতুন করে ৮ জনের করোনা শনাক্ত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১৩ জুন, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত করোনা পজেটিভ রিপোর্টে এ তথ্য নিশ্চিত হয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন আক্রান্তরা হলেন; বাতিসা ইউনিয়নের আটগ্রামের জমিলা বেগম (৭০), রানু বেগম (৫৫), কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারের মোঃ জয়নাল (৫৫), পৌর এলাকার রামরায়গ্রামের জাহানারা বেগম (৬৫), মিয়াবাজারের সরফ উদ্দিন (৪৭), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী জাহানারা বেগম (৩১), কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের মোশারেফ হোসেন (২৩) ও একই এলাকার মোজাহের হোসেন(২৩)।
তবে মোজাহের হোসেনের সঠিক ঠিকানা পাওয়া যায়নি। গত ৪ জুন তাদের নমুনা সংগ্রহ শেষে ১২ জুন করোনা পজেটিভ রিপোর্ট আসে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসায় সুস্থ্য হয়েছে ৪ জন। মৃত্যু হয়েছে ১ জনের।
দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। এক্ষেত্রে করোনা থেকে বাঁচতে নিজেদের মধ্যে সচেতনতা বেশি প্রয়োজন বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান।