চৌদ্দগ্রাম শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে চাল-আটা বিক্রি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ০৯ আগস্ট, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় দিনমজুর, শ্রমিক ও অসহায়দের জন্য চারটি স্থানে ন্যায্যমূল্যের দোকানে চাল-বিক্রি করছে। সোমবার সকালে পৌর এলাকার কালি বাজার, আবুল খায়ের মার্কেট, লাকসাম রোডের মাথা ও ফালগুনকরা দীঘির পশ্চিম পাড়ের অবস্থিত ন্যায্যমূল্যের দোকান পরিদর্শন করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার মেয়র জিএম মীর হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিজাম চৌধুরী, পৌর যুবলীগ নেতা আক্তার হোসেন রতন মোল্লাসহ চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামীলীগ এবং যুবলীগ নেতৃবৃন্দ। ন্যায্যমূল্যের দোকানে প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা করে বিক্রি করা হয়।