চৌদ্দগ্রামে ডিজিটাল বাংলাদেশ উপলক্ষ্যে আলোচনা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১২ ডিসেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে ডিজিটাল বাংলাদেশ-২০২১ উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছোবহান ভূঁইয়া হাসান।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জুর হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিব প্রসাদ গুপ্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার।
চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেন গুপ্তের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ হাসিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ছকিনা বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শেফাউল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার অলি উল্যাহ, সাধারন সম্পাদক হাফেজ আহম্মেদসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন।