ফরিদগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ১২ ডিসেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। ১২ ডিসেম্বর রোববার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এই উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে রচনা, চিত্রাংকন ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি’র সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহাম্মেদ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহার মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *